আগামী ১৮ জুন থেকে ২২ জুন অবধি ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার পর প্রায় ৬ সপ্তাহ ইংল্যান্ডে বসে থাকতে হবে বিরাট কোহলিদের। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ৪ আগস্ট থেকে। তবে এই সিরিজ কিছুটা এগিয়ে আনলে সেপ্টেম্বর মাসে আইপিএল আয়োজনের সুযোগ পেত ভারতীয় বোর্ড। বোর্ডের সেই কর্তা বলেন, “কোনও ভাবেই বিসিসিআই-এর আবেদনে রাজি নয় ইংল্যান্ড বোর্ড। বেসরকারি ভাবেই সিরিজ এগিয়ে নিয়ে আসার প্রস্তাব খারিজ করে দেওয়ায় সরকারি ভাবে আর কোনও আবেদন করা হয়নি।”
উল্লেখ্য, ২৪ জুলাই থেকে ইসিবি ‘হান্ড্রেড’ নামক একটি প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। সেই জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ কোনও ভাবেই এগিয়ে আনতে রাজি নয় তারা। শেষ মুহূর্তে সূচি পাল্টানো যে সম্ভব নয় তা মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথার্টনও। তিনি বলেন, “শেষ মুহূর্তে কোনও পরিবর্তন ইসিবি মেনে নেবে বলে মনে হয় না। কারণ, ইতিমধ্যেই সেখানে কোভিড বিধি শিথিল করে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। সূচি পাল্টে গেলে দর্শকরাই মুশকিলে পড়বে। এতদিন পর মাঠে দর্শক ফেরায় তাঁদের নতুন করে সমস্যায় ফেলতে রাজি হবে না ইসিবি।”