দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে সেন্ট লুসিয়ায় ট্রেনিং শিবিরের আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বহু বছর বাদে ক্যারবিয়ান সফরে টেস্ট খেলতে গিয়েছে প্রোটিয়া বাহিনী। তাই দু’দলেরই প্রস্তুতি তুঙ্গে। তবে সেই প্রস্তুতির শুরুতেই জোরালো ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ দল। করোনায় আক্রান্ত হলেন দলের তরুণ ফাস্ট বোলার মারকুইনো মিন্ডলে।
জামাইকান ফাস্ট বোলারের রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে নিজের হোটেল রুমে নিভৃতবাসে পাঠানো হয়। সেন্ট লুসিয়া সরকারের নিয়ম অনুযায়ী, যতক্ষণ না অবধি মিন্ডলের পরপর দু’টি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসছে, ততক্ষণ তাঁকে নিভৃতবাসেই কাটাতে হবে। এই অবস্থায় জাতীয় ক্রিকেট দলের ডাক্তারদের পর্যবেক্ষণেই থাকবেন এই তরুণ বোলার।
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “শুক্রবার ২১ মে সেন্ট লুসিয়ায় লাল বলের দলের ট্রেনিং শিবিরের সঙ্গে যুক্ত দলের সকল সদস্যদের আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হয়। তাতে জামাইকান ফাস্ট বোলার মারকুইনো মিন্ডলে নিজের দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন।” তবে দলের কোচিং স্টাফ ও বাকি সদস্যদের পুনরায় পরীক্ষা করা হলেও কারুর রিপোর্ট পজিটিভ আসেনি।