অবশেষে মিলতে চলেছে পুরষ্কার মূল্য। টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল মিতালি রাজের ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই প্রতিযোগিতার মূল্য চলতি সপ্তাহেই দিয়ে দেওয়া হবে ক্রিকেটারদের। সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছে বোর্ডের একটি সূত্র। পুরস্কার মূল্যের ৫ লক্ষ ডলার সমান ভাবে ভাগ করে দেওয়া হবে ক্রিকেটারদের মধ্যে।
রবিবার ইংল্যান্ডের এক দৈনিকের প্রতিবেদনে হঠাৎই এই সংক্রান্ত প্রশ্ন উঠেছিল। ওই প্রতিবেদনে দাবি করা হয়, অনেকদিন আগেই পুরস্কার মূল্য পেলেও তা নাকি আটকে রেখেছে বিসিসিআই। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই ক্রিকেটারদের টাকা দিয়ে দিলেও ভারতীয় বোর্ড তা করেনি। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন বোর্ডের এক কর্তা। জানিয়েছেন, গত বছরের শেষ দিকে তাঁরা টাকা পেয়েছেন আইসিসি-র থেকে।
তিনি বলেছেন, “এই সপ্তাহের শেষের মধ্যেই মহিলা ক্রিকেট দলের সদস্যরা তাঁদের টাকা পেয়ে যাবেন। টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।” তবে গত বছরের শেষে টাকা পেলেও এতদিন দেরি হল কেন পাঠাতে? বোর্ডকর্তা জানালেন, অতিমারির কারণে মুম্বইয়ে বোর্ডের দফতর বন্ধ ছিল দীর্ঘদিন। ফলে সব ধরনের কাজই আটকে গিয়েছে।