ঘূর্ণিঝড় ‘যশ’-র হাত থেকে বাঁচাতে রেল ইয়ার্ডে বেঁধে ফেলা হচ্ছে একের পর এক ট্রেন। হ্যাঁ, আজ এরকমই দৃশ্য দেখা গেল হাওড়া ডিভিশনের শালিমারে। শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে রেলকর্মীদের দেখা গেল রেললাইনের সঙ্গে চেন দিয়ে ট্রেন বেঁধে ফেলতে! আসলে যশ ধেয়ে আসছে। আগামী বুধবার দুপুরের মধ্যেই তার এসে পড়ার কথা। যার গতিবেগ ঘণ্টায় ১৬০-১৭০ কিমিও হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
আর এই প্রবল ঝড়ের দাপটে গড়িয়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা ট্রেনও। ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই চেন তালা দিয়ে রেলট্র্যাকের সঙ্গে বেঁধে ফেলা হল ট্রেনের চাকা। দক্ষিণ-পূর্ব রেলের শালিমার রেল ইয়ার্ডের চিফ ইয়ার্ড ম্যানেজার রাজা সান্যাল অবশ্য বললেন, এমনিতেও দাঁড়িয়ে থাকা ট্রেন রেলট্র্যাকের সঙ্গে শিকল দিয়েই বেঁধে রাখা হয়। তবে আসন্ন ঘূর্ণিঝড়ের আবহে আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।