বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় যশ ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আগামী বুধবার তা আছড়ে পড়বে। আজ সকাল থেকেই মুখভার আকাশের। তাই এই ঘূর্ণিঝড়ের আগে ত্রাণকাজে দুর্নীতি রুখতে প্রবল সতর্ক তৃণমূল। রবিবার এই নিয়ে বৈঠক করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। বৈঠক থেকে তিনি স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের ত্রাণ বণ্টনে দুর্নীতি রোখা নিয়ে সতর্ক থাকতে কড়া বার্তা দেন।
দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন লাভলি মৈত্র। তিনি বলেন, যশ মোকাবিলায় গ্রামীন এলাকায় প্রতিটি পঞ্চায়েত ও পুর এলাকায় ওয়ার্ড অফিসে খোলা হবে কন্ট্রোল রুম। পঞ্চায়েত এলাকায় মাটির বাড়ি অথবা বিপজ্জনক অবস্থায় যেসব বাড়ি রয়েছে, সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দেন।
উম্পুনের সময় ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি। বিধানসভা ভোটের আগে সেই ইস্যু নিয়ে বিজেপি ও সিপিএম ব্যাপক প্রচার চালিয়েছিল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে বিজেপি, সিপিএম প্রচার চালালেও, ভোটের ফলে পরিষ্কার যে মানুষ এই দুর্নীতির অভিযোগ নেননি। এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরেছেন মমতা। তবে ক্ষমতায় বসার ১ মাসের মধ্যেই আরও একটি ঘূর্ণিঝড়ের মুখে নবান্ন। এবার যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই তৎপর রাজ্য সরকার।