দিন যত এগিয়ে আসছে, ততই আরও প্রশস্ত হচ্ছে যশের আগমনের পথ। ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শনিবার নাগাদ নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। হলও তাই। শনিবারের বারবেলায় যে আপডেট দিল আইএমডি তাতে বলা হয়েছে, নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপই ক্রমশ শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টর্ম তথা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। যার নাম দেওয়া হয়েছে যশ। বিশ্ব জুড়ে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ঘুরিয়ে ফিরিয়ে একেকটি দেশ আগাম স্থির করে রাখে। সেই মতোই এই যশ নামটি দিয়েছে ওমান।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, বঙ্গোপসাগরের ঠিক কোন জায়গায় নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের কর্তাদের মতে, আগামী ৪৮ ঘণ্টা ধরে এই নিম্নচাপ ক্রমশই ঘনীভূত হবে। তার পর সোমবার পুরোদস্তুর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সোমবার থেকে আরও দ্রুত শক্তি বাড়াতে শুরু করবে এই ঘূর্ণিঝড়। এবং তা ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। বাংলার উপকূলবর্তী অঞ্চল ও উড়িষ্যার উপকূলের উপর তা অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ২৬ মে তথা বুধবার বিকেলে।