এবার প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার প্যাট্রিক প্যাটারসনকে সাহায্য করার আবেদন জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ফাস্ট বোলারের আর্থিক অবস্থাও বেশ খারাপ। দুবেলা দুমুঠো খাবারের জন্য ন্যূনতম অর্থ জোটাতেও ব্যর্থ তিনি। তাই এবার প্যাট্রিক প্যাটারসনের পাশে দাঁড়ানোর আবেদন করলেন অশ্বিন।
এদিন ভারতীয় অফস্পিনার টুইটারে লেখেন, “কিংবদন্তি প্যাট্রিক প্যাটারসনের আর্থিক অবস্থা ভাল নয়। ওঁকে সাহায্য করুন। ভারতীয় মুদ্রায় তাঁকে সাহায্য করার কোনও রাস্তা নেই। যদি কোনও সহৃদয় ব্যক্তি সাহায্য করতে পারেন, তাহলে খুব ভাল হয়।”
উল্লেখ্য, ১৯৯৩ সালে হঠাৎ ক্রিকেট থেকে সরে যান প্যাট্রিক। এরপর মানসিক অবসাদে চলে যান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু তা প্যাট্রিকের চিকিৎসা ও খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই এগিয়ে এলেন অশ্বিন। ২৮টি টেস্ট ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছিলেন প্যাট্রিক। ৫৯টি একদিনের ম্যাচে নিয়েছেন ৯০টি উইকেট।