ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধে জেল বন্দী ছিলেন ধর্মগুরু তথা ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। অসুস্থ মা’কে দেখার অছিলায় এবার তাঁকে ফের প্যারোলে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার। শুক্রবার সকালে ৪৮ ঘন্টার জন্য ধর্ষক ধর্মগুরুকে প্যারোলে ছাড়া হয়েছে। আর প্যারোলে ছাড়া পেয়েই সুনারিয়া 3জেল থেকে গুরুগ্রামে পৌঁছে গিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রামরহিম। কীভাবে বারে বারে ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধে দোষীসাব্যস্ত এক আসামী প্যারোল পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি বিজেপি শাসিত হরিয়ানার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উল্লেখ্য, রামচন্দ্র ছত্রপতি নামে এক সাংবাদিককে খুন ও নিজেরই দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান তথা হরিয়ানার বিশিষ্ট ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। কিন্তু জেলে থাকলেও সেখানে রাজার হালেই রয়েছেন তিনি। অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহরলাল খাট্টারের বিশেষ ঘনিষ্ঠ হওয়ার সুবাদে জেলের ভিতরে আইন বহির্ভূত বাড়তি সুবিধাভোগ করছেন ভোগী ধর্মগুরু।
কয়েক মাস অন্তর-অন্তর অসুস্থ মা’কে দেখার বাহানায় প্যারোল নিয়ে জেলের বাইরে বেরোচ্ছেন। গত বছরের অক্টোবর মাসের ২৪ তারিখই একবার প্যারোল পেয়েছিল ধর্ষক ধর্মগুরু। গত ১৭ মে সুনারিয়া জেল কর্তৃপক্ষের কাছে ফের প্যারোলের আবেদন জানায় রাম রহিম। জেল কর্তৃপক্ষ কালবিলম্ব না করে শিরসা জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকদের কাছে ওই আবেদন পাঠিয়ে দেয়। তিনদিনের মধ্যেই সুনারিয়ার জেল সুপার সুনীল সাঙ্গোয়ানের কাছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে আদেশ পৌঁছয়, ’৪৮ ঘন্টার জন্য প্যারোলে ছেড়ে দেওয়া হোক রাম রহিমকে।’