সোমবার সাতসকালে নারদ মামলায় তৃণমূলের ৩ নেতা-মন্ত্রীর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করে সিবিআই। আর সেই আচমকা গ্রেফতারিতেই ভেঙে পড়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রকে যখন প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, তখন তাঁকে ওষুধ দেওয়ার জন্য সংশোধনাগারের দরজায় বৈশাখীর অঝোর কান্না দেখেছিল আপামর রাজ্যবাসী। আজ মামলার শুনানিতে শোভন-সহ বাকি চার হেভিওয়েটকে আপাতত গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তাতেই কিছুটা আশার আলো দেখছেন বৈশাখী। এদিন হাইকোর্টের নির্দেশের পরই তিনি বলেন, ‘আমরা চাই শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ হোক। ভগবান কিছুটা তাকিয়েছে, তাই হয়তো বাড়ি নিয়ে যেতে পারছি। শোভন দার শারীরিক অবস্থা ভাল নয়। বাড়ি নিয়ে গিয়ে ভাল করে চিকিৎসা করাতে পারবো আশা রাখছি।’
এদিকে, ইতিমধ্যেই নারদ কাণ্ডে শোভনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই প্রসঙ্গে এদিন বৈশাখী বলেন, ‘শোভন দা চার্জশিট পড়েছে। অনেক কিছুই তাতে দেওয়া হয়েছে, যা ঠিক নয়। শোভন দা এটা নিয়েও লড়াই করবে।’ এর আগেও শোভনের গ্রেফতারি কিছুতেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছিলেন বৈশাখী। তবে ‘ঈশ্বর বিশ্বাসী’ বৈশাখীর বিশ্বাস, সুবিচার মিলবেই। আগেই তিনি বলেছিলেন, ‘আমি ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, শোভন যেন যন্ত্রণা না পায়। ঈশ্বর নিশ্চয়ই শোভনকে আনন্দের দিনে ফিরিয়ে দেবে। শোভনের মন শিশুর মতো নিষ্পাপ। হয়তো প্রত্যেকের জীবনে কষ্ট আসে, ওর জীবনেও এসেছে। যে এত মানুষের ভালোবাসা পান, তার কিছু খারাপ হতে পারে না।’