ইতিমধ্যে হাতছাড়া হয়েছে সেরি আ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রাউন্ড ১৬ থেকেই বিদায় নিতে হয়েছে জুভেন্তাসকে। তবে এবার ইতালীয় কাপ ঘরে তুলল জুভেন্তাস। ফলত মরসুম ট্রফিবিহীন রইল না তাদের। বুধবার রাতে আটালান্টাকে তারা হারিয়ে দিল ২-১ ব্যবধানে। তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে, ফ্রেঞ্চ কাপ জিতল প্যারিস সঁ জঁ। ফাইনালে ২-০ গোলে মোনাকোকে হারাল তারা।
এদিন আন্দ্রে পির্লোর জন্মদিনে তাঁকে ট্রফি উপহার দিলেন জুভেন্তাসের ফুটবলাররা। এই নিয়ে ১৪ বার ইতালীয় কাপ জিতল জুভেন্তাস। ইন্টার মিলানের কাছে সেরি আ খেতাব হারিয়েছে তারা। কিন্তু ইতালীয় কাপে শেষ হাসি ফুটল তাদেরই মুখে। এদিন গোল করেন দেজান কুলুসেভস্কি এবং ফেদেরিকো চিয়েসা। জুভেন্তাসের গোলে শেষ বারের মতো খেলে ফেললেন জিয়ানলুইজি বুফোঁ। আগামী মরসুমে ক্লাব ছাড়ছেন তিনি। পির্লোকে নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ইটালির বিশ্বকাপজয়ী প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, তিনি কোচ থাকতে চান।
অন্যদিকে পিএসজির জয়ে গোল করেছেন মাউরো ইকার্ডি এবং কিলিয়ান এমবাপে। গত সাত বারে ছ’বারই এই খেতাব জিতল পিএসজি। কোচ মরিসিও পচেত্তিনোর পিএসজি কোচ হিসেবে এটি দ্বিতীয় খেতাব। এদিকে ইপিএলে, বার্নলেকে ৩-০ হারিয়ে লিগ তালিকার প্রথম চারে উঠে এল লিভারপুল। ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল তাদের।