এবার কোভিডের কবলে পড়লেন কিংবদন্তি মিলখা সিংহ। বুধবার বিকেলে তাঁর করোনা ধরা পড়ে। বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। মিলখা নিজেই জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। চণ্ডীগড়ে নিভৃতবাসে রয়েছেন তিনি। তবে মোটেও ভয় পাচ্ছেন না এশিয়ান গেমসে দু’বারের পদকজয়ী মিলখা। বরং তাঁর গলায় সেই পুরনো তেজ।
অতিসম্প্রতি এক ওয়েবসাইটে মিলখা জানান, “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শু আমার রিপোর্ট পজিটিভ। কিন্তু আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। গত কাল বিকেলে একটু জ্বর এসেছিল। কিন্তু এখন সেটাও কমে গিয়েছে। কয়েকদিনের ব্যাপার। আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে সব।”
উল্লেখ্য, ৯১ বছর বয়স হলেও এখনও কোভিডের টিকা নেননি মিলখা। তবে ঠিক করেছেন, কোভিড থেকে সেরে উঠলেই নেবেন। বলেছেন, “টিকা নেওয়ার প্রয়োজনীয়তা আগে বুঝিনি। কিন্তু এবার মনে হচ্ছে টিকা নেওয়া জরুরি। প্রত্যেককে অনুরোধ, আপনারাও যত শীঘ্র সম্ভব টিকা নিন। গোটা দেশের ভালবাসা এবং আশীর্বাদে খুব দ্রুতই আমি ঠিক হয়ে যাব।” বছর খানেক আগে কোভিড-ত্রাণে মিলখা এবং তাঁর গলফার ছেলে জীব ২ লক্ষ টাকা দিয়েছিলেন। আপাতত জীব দুবাইয়ে রয়েছেন। শনিবার ফেরার কথা তাঁর।