অনির্বায কারণবশত বৃহস্পতিবার হাইকোর্টে হল না নারদ মামলার শুনানি। এরপরই অন্য বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে চিঠি দিলেন মদন মিত্রের আইনজীবী।
সূত্রের খবর, আচমকা বৃহস্পতিবারের শুনানি বাতিল হয়ে যাওয়ায় চিঠিতে বিষ্ময় প্রকাশ করেন মদন মিত্রের আইনজীবী। বুধবারের মতো বৃহস্পতিবারও দুপুর ২টোর সময়ই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সকালে আচমকা হাইকোর্টের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত শুনানি হবে না। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল না আসার কারণেই শুনানি বাতিল করা হয়। ফলে আপাতত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের জেল হেফাজতেই থাকতে হবে। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।
বুধবার নারদ কাণ্ডের দুটি পৃথক মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। একটি সিবিআইয়ের তরফে করা হয়, এই মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরটি চার হেভিওয়েটের তরফে করা হয়, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার জন্য। সিবিআই ও তৃণমূলের তরফে ছিলেন দেশের দুঁদে আইনজীবীরা। তৃণমূলের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি ও সিদ্ধর্থ লুথরা। পাশাপাশি সিবিআই-এর তরফে দাঁড় করানো হয় তুষার মেহতা ও ওয়াই জে দস্তুরকে।বুধবার দিনভর হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলে। এরপর বৃহস্পতিবার ফের শুনানির নির্দেশ দেন বিচারপতিরা।