বুধবারের মতো হাইকোর্টে নারদ মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে৷ আগামিকাল দুপুর ২ টো থেকে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে৷
এ দিন প্রায় প্রায় আড়াই ঘণ্টা ধরে কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি চলে৷ ধৃত চার নেতার জামিনের উপর কলকাতা হাইকোর্ট গত সোমবার যে স্থগিতাদেশ জারি করেছিল, তা প্রত্যাহার করার আবেদন জানান তাঁদের আইনজীবীরা৷ ধৃত নেতাদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ লুথরারা৷ অন্যদিকে সিবিআই-এর হয়ে মূলত সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘জামিনের আবেদন এবং বিক্ষোভের বিষয় দু’টির মধ্যে যোগাযোগ নেই৷ যে নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন বা রয়েছেন৷ তাঁরা তদন্তে সিবিআই-এর সঙ্গে অসহযোগিতা করেছেন এমন কোনও অভিযোগ বা প্রমাণও নেই৷ পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের বয়সের কথা উল্লেখ করে এবং বাকি তিনজনের কো- মর্বিডিটি রয়েছে বলেও জামিনের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি৷ তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী সিবিআই অফিসে গিয়ে সহকর্মীদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন মাত্র৷ কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন।