জন্মলগ্ন থেকেই হিন্দু রাষ্ট্রের দাবি তুলে আসছে বিজেপি। ক্ষমতা ধরে রাখতেও বারবারই ধর্মীয় মেরুকরণ এবং ভাগাভাগির রাজনীতি করে এসেছে তারা। যে কারণে বারবারই গেরুয়া শিবিরের দিকে আঙুল উঠেছে মুসলিম বিরোধিতার। এবার ফের প্রকাশ্যে চলে এল তাদের মুসলিম বিদ্বেষ। এবার খোদ যোগী আদিত্যনাথের রাজ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভাঙা পড়ল মসজিদ। অবৈধভাবে মুসলিমদের উপাসনাস্থল ভাঙা হয়েছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তাঁদের পাশে দাঁড়িয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডও।
সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার রাম সনেহি ঘাটের আই গরিব নমাজ মসজিদ ভাঙা হয়। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কার্যকরী সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সইফুল জানিয়েছেন, ‘কোনওরকম আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশের উপস্থিতিতে গরিব নমাজ মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, ‘মসজিদটা নিয়ে কোনও সমস্যাই ছিল না। বরং মসজিদটি সুন্নি ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। রাম সনেহি ঘাটের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মসজিদ কর্তৃপক্ষের কাছে নথি দেখতে চেয়েছিল মার্চ মাসে। যার পালটা এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ।’
মসজিদ ভেঙে ফেলার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তাঁরা। তাঁদের দাবি, প্রশাসনের উচিৎ মসজিদ তৈরি করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। যদিও যোগী প্রশাসনের সাফাই, ওই নির্মাণটি বেআইনি। মসজিদটি নিয়ে উত্তরপ্রদেশের আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছিল। গত মার্চ মাসে এ নিয়ে মসজিদ কর্তৃপক্ষকে নোটিসও দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তার জবাব না দিয়ে পালিয়ে গেলে ১৭ মে ওই নির্মাণ ভেঙে ফেলার অনুমতি পায় প্রশাসন। এর পরই ভেঙে ফেলা হয় মসজিদ।