ভাইফোঁটা উপলক্ষ্যে একটি টুইট বার্তায় রাজ্যের সমস্ত ভাইবোনেদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাইদের পাশাপাশি ঘনিষ্ঠ নেতা-মন্ত্রীদেরও ফোঁটা দিয়েছেন মমতা। ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সদস্য ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রমুখ। কিন্তু উল্লেখযোগ্যভাবে এদিন কালীঘাটের বাড়িতে গরহাজির ছিলেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ‘দিদি’র থেকে ফোঁটা নিতে দেখা যায়নি তাঁকে।
এখানেই শেষ নয়, কালীঘাটে মমতার বাড়ির কালীপুজোতেও উপস্থিত ছিলেন না শোভন। না কালীপুজো, না ভাইফোঁটা – শোভন অনুপস্থিত। গত কয়েকদশকে শেষ কবে এমন ঘটেছিল মনে করতে পারছে না ওয়াকিবহাল মহল।
কেন অনুপস্থিত শোভন? ওয়াকিবহাল মহলের মতে, গোঁসা হয়েছে দমকল মন্ত্রীর। কারণ, ‘হয় প্রেম কর, নয় রাজনীতি কর’ বলে মমতা ধমক দিয়েছিলেন শোভনকে। কিন্তু তারপরেও শোধরানোর নামগন্ধ দেখা যায়নি দমকল মন্ত্রীর আচরণে। শেষে একপ্রকার বাধ্য হয়েই দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকে শোভনকে সরিয়ে দায়িত্বে আনা হয় শুভাশিস চক্রবর্তীকে। এসব কারণেই দিদির ওপর শোভন রাগ করেছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই মমতার বাড়ির কালী পুজোর পাশপাশি ভাইফোঁটাতেও দেখা যায়নি কলকাতার মেয়রকে।