প্রায় ৬ ঘণ্টা সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে কাটিয়ে অবশেষে সেখান থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নারদকাণ্ডে ফিরহাদ হাকিম-সহ সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে এ দিন সকালে গ্রেফতার করে সিবিআই। তারপরই পাল্টা চাপ তৈরি করতে সোজা সিবিআই দফতরে চলে যান মমতা। শেষে প্রায় ৬ ঘণ্টা সময় কাটিয়ে বেরিয়ে আসনে তিনি।
নিজাম প্যালেস থেকে বেরিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা। এদিন নিজাম প্যালেসে বসেই মন্ত্রিসভার বৈঠকও ফোনের মাধ্যমে তিনি করেন বলে খবর সূত্রের।
প্রাক্তন রাজ্যপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হোক, বা অভিষেকের বাড়িতে সিবিআই আধিকারিকদের হাজিরা। যখনই কোনও ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়ে বড় কোনও পদক্ষেপ করতে গিয়েছে। তখনই ঢালের মতো সামনে দাঁড়িয়েছেন মমতা। এ বারও তার ব্যতিক্রম হল না। শোভন যদিও এই মুহূর্তে তৃণমূলের কোনও পদাধিকারী নয়। কিন্তু, পরিবহন এবং পঞ্চায়েত মন্ত্রী ও কামারহাটির বিধায়কের গ্রেফতারি নিয়ে নিজাম প্যালেসে পৌঁছে সরব হন তিনি। সিবিআই আধিকারিকদের সামনে গিয়ে সটান বলেন, আমাকেও গ্রেফতার করুন।