করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের জেরে অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে দেশে ফিরতে পারেননি ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপে এতদিন আটকে ছিলেন তাঁরা। অবশেষে ভারতীয় সময় অনুযায়ী, আজ সকালেই সিডনি পৌঁছলেন গ্লেন ম্যাক্সওয়েল-ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা। এখন অবশ্য তাঁদের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর পর নিজের নিজের বাড়ি ফেরার সুযোগ পাবেন অস্ট্রেলিয়ানরা।
সোমবার বিসিসিআই-এর চাটার্ড বিমানে করে দেশে ফিরলেন আইপিএল ফেরৎ ৩৮ জন অস্ট্রেলিয়ান। সেখানে ক্রিকেটার ছাড়াও, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার প্রত্যেকেই রয়েছেন। হাসি এই টিমের সঙ্গে দেশে না ফিরলেও, তিনি অন্য বিমানে দোহা হয়ে ফিরছেন। করোনায় আক্রান্ত হওয়ার জন্য চেন্নাই সুপার কিংস ব্যাটিং কোচ মাইক হাসিকে চেন্নাইয়ে থেকে যেতে হয়েছিল। হাসির করোনা রিপোর্ট বৃহস্পতিবার রাতে নেগেটিভ আসে। তার পর থেকেই তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল।
করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে বাকি বিদেশিরা নিজেদের বাড়ি ফিরে গেলেও, অস্ট্রেলিয়ানরা আটকে পড়েছিলেন। কারণ করোনার জন্যই ও দেশের সরকার ভারত থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তার মধ্যে আরও বিপত্তি বাড়িয়ে মাইক হাসিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে আইপিএল বাতিল হয়ে যাওয়ায় বাকি অস্ট্রেলিয়ানরা ভারতে থেকে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন। সেখানে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে সোমবার তাঁরা দেশে ফিরলেন।