বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে তৃণমূল সরকার, তখন সোমবার সাতসকালেই নারদ মামলায় পরপর গ্রেফতারি। এদিন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। আর তারপরেই এভাবে দলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারিতে জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী-সমর্থকেরা। নিজাম প্যালেসের সামনেও জমায়েত করছেন অসংখ্য তৃণমূল সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বাড়ছে অশান্তি।
আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের প্রতিবাদে আসানসোল হটন মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ঘাসফুল শিবিরের কর্মীরা। অন্যদিকে, মদন মিত্রর গ্রেফতারির প্রতিবাদে কামারহাটির বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ফিরহাদ হাকিম-সহ তিন মন্ত্রীর গ্রেফতারের পরই নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নিজাম প্যালেসে তৃণমূল নেতা, মন্ত্রীদের গ্রেফতারের পরই সেখানে গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা।