কোভিড-কালে একশো দিনের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে কর্মদিবস কমিয়ে দেওয়ার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, এই প্রকল্পে ভারত সরকারের কাছ থেকে এখনও টাকা আসেনি।
শুক্রবার ডেরেক ও’ব্রায়েন টুইটে লেখেন, ‘কোভিড-কালেও চলছে রাজনীতি। ১০০ দিনে মনরেগা প্রকল্পে লাগাতার শীর্ষে বাংলা। ২০২০ সালে ৪১ কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল রাজ্যে। কিন্তু, কেন্দ্রের ভাবনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। চলতি বছর কর্মদিবস অর্ধেক করে দেওয়া হয়েছে। ভারত সরকারের কাছ থেকে কোনও টাকা পায়নি বাংলা।’
এই একশো দিনের কাজে বাংলাকে শীর্ষে তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কাছে একাধিক বার ‘সময় মতো’ পারিশ্রমিকের টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয়েছে। গত বছর সেপ্টেম্বরেও বিধানসভায় মমতা আক্ষেপ করেছিলেন, ‘কেন্দ্র একশো দিনের কাজের পরিসর কমাচ্ছে। টাকা এসে পৌঁছতে দেরি হচ্ছে তিন থেকে ছ’মাস।’ এবার একই অভিযোগ করলেন ডেরেকও।