মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না! বেঁচে থাকতেই দয়া করে তাঁদের জন্য কিছু করুন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবার ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কৌতূকশিল্পী-সঞ্চালক মীর আফসার আলি।
প্রসঙ্গত, ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অক্সিজেনের অভাবে প্রতি মুহূর্তেই দেশের কোনও না কোনও প্রান্তে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। পর্যাপ্ত ভ্যাকসিনেরও দেখা নেই। চারিদিকে হাহাকার। ভারতের এমন করুণ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। তবে অতিমারির এমন চরম পরিস্থিতিতেও ঘটা করে মোদীর নয়া বাসভবন নিমার্ণের কাজ চলছে। সেই কাজ যাতে বন্ধ না হয়, ‘সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট’ প্রকল্পের অন্তর্গত এই কর্মসূচীকে ‘অত্যাবশকীয় পরিষেবা’র অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের রাজধানী যেখানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কোভিড শবদেহ পোড়াতে পোড়াতে ক্লান্ত কর্মীরা, সেখানে কেন্দ্রীয় সরকারের এমন ‘অমানবিক’ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই এবার মোদীর উদ্দেশ্যে টিপ্পনি ছুঁড়ে দিলেন মীর। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদীর কাছে আমার বিনীত নিবেদন, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না! বেঁচে থাকতেই দয়া করে তাঁদের জন্য কিছু করুন।’