গত মাসে হঠাৎই ইউরোপীয় সুপার লিগ চালু করার কথা ঘোষণা করেছিল একাধিক ক্লাব। এই বিদ্রোহী লিগ ঘোষণা করা নিয়ে সেইসময় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিশ্ব ফুটবলে। এবার সেই সুপার লিগ ঘোষণা নিয়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্তাসের ভূমিকা সম্পর্কে তদন্ত শুরু করল উয়েফা। এই বিষয়ে তদন্তের জন্য বিশেষ শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ইঙ্গিত দিয়েছিলেন, এখনও সুপার লিগের ভাবনা থেকে স্পেনের দুই ক্লাব এবং ইটালির জুভেন্তাস বেরিয়ে না এলে তিন ক্লাবকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
প্রস্তাবিত এই বিদ্রোহী লিগ থেকে ১২ ক্লাবের মধ্যে ৯টি ক্লাব ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্তাস সেই অবস্থান এখনও থেকে সরে আসেনি। বুধবার এক বিবৃতিতে উয়েফা বলেছে, “উয়েফার নীতি এবং শৃঙ্খলা বিষয়ক বিশেষ পরিদর্শক তদন্তের কাজ শুরু করেছেন। তাঁরা খতিয়ে দেখবেন, প্রস্তাবিত ইউরোপীয় সুপার লিগকে বাস্তবায়িত করার নেপথ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্তাসের ভূমিকা কী ছিল। এও দেখা হবে, এই ভূমিকায় উয়েফার আইনি কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”