ফের ভোট পরবর্তী হিংসায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো পশ্চিম মেদিনীপুরে। সেখানে এক তৃণমূল কর্মীকে টাঙ্গি দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে, এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত মোহনপুর ব্লকের ৪ নম্বর নিলদা অঞ্চলের নীলাপুরা এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয় বাচ্চু বেরা নামে এক তৃণমূল কর্মী।
তৃণমূলের অভিযোগ, গতকাল সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পথ আটকে রড, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে ওই ওই তৃণমূল কর্মীর আক্রমণ করে। একা পেয়ে ওই তৃণমূল কর্মীকে টাঙ্গি দিয়ে এলোপাথাড়ি কোপায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীদের প্রথমে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয় তাঁকে। তৃণমূলের দাবি, সেই কর্মী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করায় এই হামলা করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূলের তরফে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি।