সময়টা সত্যিই খারাপ যাচ্ছে বার্সেলোনা এফসির। নাহলে প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকার পরেও কিনা শেষ অবধি ৩-৩ ড্র করল লিওনেল মেসির দল। তাও এমন দলের সঙ্গে, যারা শেষ ৫ ম্যাচ জয়ের মুখই দেখেনি। আর সেই দলের কাছে নাকানিচোবানি খেলেন লিও মেসিরা। যার ফল, লা লিগা জয়ের আশা ক্রমশ ফিকে হচ্ছে বার্সেলোনার। এর পরের দু’ম্যাচ জিতলেও সে ভাবে আর কিছুই হওয়ার নেই। তবে যদি আটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ দুই দলই পয়েন্ট নষ্ট করে, তবে হয়তো ছবিটা কিছুটা বদলাবে।
ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনাকে বেশ আক্রমণাত্মক মেজাজেই পাওয়া গিয়েছিল। ২৫ মিনিটে মেসি এবং ৩৩ মিনিটে পেড্রির গোলে ২-০ এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সব হিসেবটা বদলে দিল লেভান্তে। বার্সাকে কোণঠাসা করে ম্যাচের রং বদলাতে শুরু করে তারা। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই ৫৬ এবং ৫৯ মিনিটে, মাত্র তিন মিনিটের ব্যবধান গনজালো মেলেরো এবং মোরালেসের গোলে সমতা ফেরায় লেভান্তে।
তবে চাপে পড়ে গিয়েও উসমান দেম্বেলের গোলে ফের এগিয়ে যায় বার্সা। কিন্তু ৩-২ এগিয়েও স্বস্তি পায়নি তারা। ম্যাচের ৮২ মিনিটে পরিবর্তে নামা সার্জিও লিওন লেভান্তের হয়ে ৩-৩ করেন। এই ম্যাচ ড্র করার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে বার্সার ডিফেন্স নিয়ে! বার বার এগিয়ে থাকার পরও লিগ তালিকায় ১৩ নম্বরে থাকা দল কী ভাবে বারবার গোলশোধ করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।