এর আগে একাধিকবার হর্স ট্রেডিংয়ে নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের। কর্ণাটক, মধ্যপ্রদেশে সরকার ফেলা হোক বা রাজস্থানে সরকার ফেলার চেষ্টা, বারবারই প্রকাশ্যে এসেছে তাদের ‘পদ্ম অভিযান’-এর কথা। এবার সোশ্যাল মিডিয়ায় ফের এক বিস্ফোরক অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃণমূল এবং সিপিএম থেকে নাকি মাথাপিছু ৩৮ কোটি টাকা খরচ করে বিধায়ক কিনেছিল বিজেপি। সর্বমোট প্রায় নাকি ২৭০০ কোটি টাকার বেশি বাংলায় শুধুমাত্র দল ভাঙ্গানোর জন্য বিজেপি খরচ করেছিল।
এর পরে বাংলায় বিজেপির পুরনো সংগঠনের নেতারা অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন বর্তমান রাজ্য নেতৃত্বের দিকে। ঠিক যেভাবে দিন কয়েক আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রকাশের অভিযোগ করেছিলেন পায়েল এবং শ্রাবন্তীর মতো টালিগঞ্জের সেলিব্রিটিদের টিকিট দেওয়ার পিছনে বিজেপি টিকিটের পাশাপাশি যে বিপুল অঙ্কের টাকার লেনদেন থাকে তার কোন সম্পর্ক রয়েছে কিনা। জবাব চেয়েছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননের কাছে।