আগামী কয়েক মাসের মধ্যেই ইংল্যান্ডের ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলবে ভারত। আর আসন্ন সেই টেস্ট সিরিজে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের জয়ের সম্ভাবনা বিশাল। এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমনকি এও ভবিষ্যদ্বাণী করেছেন, ভারত সিরিজ জিততে পারে ৩-২ ফলের ব্যবধানে! প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিরা খেলবেন পাঁচটি টেস্ট।
গতকাল এক ওয়েবিনারে মুখোমুখি হয়েছিলেন রাহুল। সেখানে তিনি বলেছেন, ‘‘আমার সত্যিই মনে হচ্ছে ভারতের এ বার সিরিজ জেতার সম্ভাবনা খুব বেশি মাত্রায় আছে। মানছি ইংল্যান্ডের বোলিং খুব ভাল। ওদের পেসাররা তো রীতিমতো দক্ষ। সেরা দল বাছার জন্য ওদের সামনে বিকল্পও রয়েছে প্রচুর।’’ ইংল্যান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেও তিনি যোগ করেছেন, “তবু বলব ভারতীয় দল দারুণ তৈরি হয়ে নামবে। অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ জিতে ওরা এই মুহূর্তে আত্মবিশ্বাসীও। তা ছাড়া এই দলের বেশ কয়েক জন ইংল্যান্ডে আগে খেলেছে। অভিজ্ঞতায় সম্পূর্ণ থাকবে আমাদের দল।”
এখানেই থামেননি দ্রাবিড়। তিনি আরও বলেছেন, ‘‘জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে ভারতীয় দল ইংল্যান্ডে এক মাস থাকবে। আমার তো মনে হয় না, কোনও দলই বিদেশে থেকে এত দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বলে। তাই এটা এ বার আমাদের কাছে বিরাট একটা সুবিধা।’’ রাহুল অবশ্য ইংল্যান্ড দলকেও যথেষ্ট ভাল বলে মনে করছেন। তাঁদের প্রথম ছয় থেকে সাত জন ব্যাটসম্যানই তাঁর নজরে রীতিমতো দক্ষ। জো রুটকে তিনি সব দিক থেকেই বিশ্বমানের ব্যাটসম্যান বলেই মনে করেন। আলাদা করে বলেছেন বেন স্টোকসের কথাও। তবে রাহুল উন্মুখ হয়ে আছেন আর অশ্বিনের সঙ্গে ইংরেজ ব্যাটসম্যানদের দ্বৈরথ দেখতে।