এবছরের আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি। চোট সারিয়ে দলে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা ও হনুমা বিহারী। তবে এই সফরকারী দলে কে এল রাহুল ও ঋদ্ধিমান সাহাকে আপাতত সম্পূর্ণ বিবেচনা করা হয়নি। কারণ আইপিএল খেলার সময় রাহুল অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর সদ্য অস্ত্রোপচার করা হয়েছে। ঋদ্ধিমান করোনায় আক্রান্ত। দুজনের শারীরিক অবস্থার উন্নতি ঘটলে ইংল্যান্ডে উড়ে যাবেন তাঁরা।
১৮ সদস্যের এই দলে হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদবের জায়গা হয়নি। পৃথ্বী শ বিজয় হজারে ট্রফি ও আইপিএলে নিজেকে মেলে ধরলেও তাঁকেও সুযোগ দেননি নির্বাচকরা। এমনকী গত অস্ট্রেলিয়া সফরে নবদীপ সাইনি নজর কাড়লেও তিনিও বাদের তালিকায় রয়ে গেলেন। যদিও চেতন শর্মার নেতৃত্বে নির্বাচক কমিটি অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও গুজরাতের তরুণ বাঁহাতি জোরে বোলার আর্জান নাগওয়াসওয়ালাকে ‘স্ট্যান্ড বাই’ হিসেবে দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাউদাম্পটনে আগামী ১৮ই জুন থেকে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে বিরাটের দল। সেই ম্যাচ শেষ হলেই ৪ঠা অগস্ট থেকে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ চলবে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত।
দেখে নেওয়া যাক ঘোষিত দল :
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব।