যখন গোটা দেশ করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ে নাজেহাল, ঠিক সেইসময় কীভাবে ভারতে আইপিএল চলছে, সেই নিয়ে সব মহলেই নিন্দার ঝড় বয়ে গেছে। তবে একাধিক দলে করোনা ধরা পড়ায় একপ্রকার বাধ্য হয়েই গত কয়েকদিন আগে আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। এর কারণে অনেকেই বিভিন্ন দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের ঢিলেঢালা মানসিকতাকে দায়ী করছেন। আইপিএলের অন্দরে খোঁজ নিয়েও দেখা গিয়েছে, করোনাকে হালকা ভাবে নেওয়া কিছুটা হলেও দায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার সংবাদ সংস্থাকে বলেছেন, “প্রতিটি দল এবং বোর্ড প্রচণ্ড চেষ্টা করলেও বলতে বাধ্য হচ্ছি, গত বছর আরব আমিরশাহিতে জৈব সুরক্ষা বলয় অনেক বেশি কঠিন ছিল। এখানে ক্রিকেটারদের আলাদা আলাদা তলায় থাকা সত্ত্বেও যাতায়াতে কোনও বাধা ছিল না। এমনকি অনেককে হোটেলের পুল ব্যবহার করতেও দেখেছিলাম। অনুশীলনের কেন্দ্রগুলিও ছিল অনেক দূরে।” উল্লেখ্য, গত মরসুমে প্রতিযোগিতা চলাকালীন কারওর করোনা ধরা পড়েনি।
বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর অবশ্য মনে হচ্ছে না কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ নিয়ম ভেঙেছেন। তিনি বলেছেন, “সুরক্ষা বলয়ের ভেতরে আমাদের নিরাপত্তা অটুট ছিল। কেউ সেটা ভাঙেনি। কিন্তু ভাইরাস একবার প্রবেশ করার পরই সবাই ভয় পেয়ে গিয়েছিল, বিশেষত বিদেশিরা। আমরা খেলোয়াড়। আজ যদি আমাদের করোনা হয় তাহলে হয়তো সেরে উঠব। কিন্তু যদি আমাদের উপসর্গ না থাকে এবং সেটা পরিবারের মধ্যে ছড়িয়ে দিই তখন কী হবে? বেশিরভাগ ক্রিকেটার এই ভয়টাই পেয়েছিল।”