দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। এই পরিস্থিতিতে শুক্রবার কংগ্রেসের সকল সাংসদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। বৈঠকে করোনা আবহে কেন্দ্রের সহানুভূতির অভাব নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী। এই আবহে কংগ্রেসের কোভিড কন্ট্রোল রুমকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ হয় আজকের বৈঠকে।
এদিন বৈঠকে সোনিয়া বলেন, ‘কেন্দ্রীয় সরকার অতিমারীর পরিস্থিতিতে জন সাধারণের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারেনি। এই পরিস্থিতিতে কংগ্রেসকে তাদের কোভিড কন্ট্রোল রুম বিশদ ব্লুপ্রিন্ট সমেত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। রাজ্য পর্যায়ে আরও এরকম কোভিড কন্ট্রোল রুম খোলা হয়েছে। অ্যাম্বুলেন্স, অস্থায়ী শয্যা, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং প্রয়োজনীয় ওষুধগুলি সংগঠিত করার চেষ্টা করতে হবে। আমাদের দলে অনেক ধনী ব্যক্তি রয়েছেন। আমি তাদের অনুরোধ করছি যেন তারা এগিয়ে আসেন এবং আমাদের রাজ্যগুলির ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেন।’ এদিন বৈঠকে কেন্দ্রের ব্যর্থতার কথাও তুলে ধরেন সোনিয়া। তিনি বলেন, ‘সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য মোটা ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও এখনও পর্যন্ত টিকাকরণ নিয়ে কোনও স্পষ্ট নীতি নেই কেন্দ্রের।’