জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও একের পর এক ক্রিকেটার ও সহকারী কোচ করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বুধবার নিজের বাড়িতে ফিরলেন বিরাট কোহলি। এবার করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন তিনি ও অনুষ্কা শর্মা।
প্রসঙ্গত, বুধবার বিরাট ও অনুষ্কাকে দেখা যায় সমস্ত বিধি নিষেধ মেনে বাড়ির উদ্দেশে রওনা হতে। কালো পোশাক পরা বিরাটের মুখে ছিল মাস্ক, হাতে গ্লাভস। চোখে চশমা। কোনও ঝুঁকি নিতে রাজি নন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।
উল্লেখ্য, করোনার প্রথম ঢেউ যখন ভারতে আছড়ে পড়েছিল তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতি। ভিডিও বার্তার পাশাপাশি আর্থিক সাহায্যও করেছিলেন তাঁরা। এবার দেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। তাই দেশের মানুষের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে কর্তব্য বলে মনে করছেন বিরুষ্কা।