সম্পূর্ণ খবরাখবর না নিয়ে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন ক্রিকেটাররা। তাই এবার থেকে টি-টোয়েন্টি লিগ খেলতে যাওয়ার আগে হোমওয়ার্ক করা উচিত ক্রিকেটারদের। এমনটাই মনে করছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংস্থার প্রধান টড গ্রিনবার্গ। প্রসঙ্গত, কোভিড অতিমারির মধ্যেই আইপিএল চলছিল। কিন্তু তা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়া-সহ দেশ-বিদেশের ক্রিকেটাররা। প্রায় ৪০ জন অস্ট্রেলীয় আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার তাঁদের ভারত থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। মলদ্বীপ থেকে দেশে ফেরার বিমান ধরবেন তাঁরা।
এ বিষয়ে গ্রিনবার্গ বলেছেন, “আমি জানি না কতজন এতে সচেতন হবে। কিন্তু চুক্তি সই করার আগে ভেবে দেখা ভাল। কোভিডে গোটা পৃথিবী বদলে যাচ্ছে। ভারতে তো সেই সমস্যা আরও বেশি।” পাশাপাশি তাঁর সংযোজন, “আমরা এখানে অস্ট্রেলিয়ায় বসে অনেক স্বাধীন। কিন্তু ভারতের অবস্থা অনেক কঠিন। যদি কোনও পরামর্শ ক্রিকেটারদের দিতে হয়, তাহলে বলব, দেখে শুনে চুক্তিতে সই করো।”