নির্বাচনে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা শুরু করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ২০১৯ এর বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ হাতে নিয়েছিল। আর আজ তার ফল তৃণমূল পেয়েছে।
একইসঙ্গে নিজের দলের সাংগঠনিক দুর্বলতা নিয়েও এদিন মুখ খোলেন প্রবীর ঘোষাল। এ প্রসঙ্গে তিনি বলেন সে একটা দুর্বলতা তো ছিলই এমনকি বুথ স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে পারা যায় নি, আর সেটা করতে ব্যর্থ হয়েছে বিজেপির কর্মীরা। প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন়কে বাংলার মানুষ অনেক বেশি গ্রহন করেছিল বলে আজ এই ফল।
তাঁর কথায়, অস্বীকার করে কোনও লাভ নেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী-সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়ে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছেন, তার জন্যেই এই ফলাফল। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক বৈঠকে আহ্বান জানিয়েছেন যারা দলে ফিরতে চায় তাঁরা স্বাগত। এই নিয়ে তাঁর অবস্থান কী জানতে চাওয়া হলে এদিন প্রবীরের উত্তর ছিল, ‘এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলা। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন সেইটাই এখন প্রথম প্রায়োরিটি তারপরে রাজনীতি। আগে মানুষ বাঁচবে তারপরে তো রাজনীতি’। অর্থাৎ ঘরে ফেরার রাস্তা কার্যত বন্ধ করেননি এমনিই ইঙ্গিত মিলেছে একসময় উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের এদিনের সুরে।