রবিবার রাজ্যে ছিল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। আর ফল ঘোষণার পরই দেখা গেছে, বাংলা নিজের মেয়েকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছে। একাই ২০০-র বেশি আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে তাঁর দল তৃণমূল। এরপর আজ, সোমবার দুপুরে তৃণমূল ভবনে রওনা হওয়ার আগে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রীকে প্রশ্ন করা হয়, যাঁরা দলবদল করেছেন তাঁরা ফিরতে চাইলে নেবেন? জবাবে মমতা বলেন, ‘কেউ আসতে চাইলে আসুক না। ওয়েল কাম!’
ছোট্ট উত্তর। কিন্তু অনেকে মনে করছেন এটি বিরাট অর্থবহ। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে যাঁরা ভোটে প্রার্থী হয়েছিলেন তাঁদের বেশিরভাগই হেরেছেন। সিঙ্গুরে মাস্টারমশাই, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, বালিতে বৈশালি ডালমিয়া, উত্তরপাড়ায় দিদির চার দশকের ঘনিষ্ঠ প্রবীর ঘোষাল, বীজপুরে মুকুল রায়ের ছেলে শুভ্রাআংশু রায়, ব্যারাকপুরে শীলভদ্র দত্ত, নোয়াপাড়ায় সুনীল সিং—কে নেই! ভোটের আগে প্রচারে দিদি এঁদের প্রত্যেককেই গদ্দার, বেইমান, মির্জাফর ইত্যাদি বলেছিলেন। কিন্তু ভোটের পর তাঁদের প্রতিই যেন নরম মনোভাব দিদির। তাহলে কি সত্যিই দিদি তাঁদের স্বাগত জানালেন? তাঁরাও কি আসবেন দিদির দরবারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলবদলুদের দলে ফেরার বিষয়ে স্বাগত জানিয়ে বিজেপিকে আরও দুর্বল করার সলতে পাকিয়ে রাখতে চাইলেন।