গোটা দেশে মার্চের প্রথম থেকেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে বাংলায় হ্যাটট্রিক করে ফের ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই জয়কে স্বাগত জানিয়ে সাহায্যের আশ্বাস দিল বণিকসভাগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে মার্চেন্ট চেম্বারের প্রেসিডেন্ট আকাশ শাহ জানান, রাজ্যে নতুন সংস্কার এবং বৃদ্ধির পথ খুলে যাক। করোনা মোকাবিলা করে ফের রাজ্যে শিল্প-কলকারখানা গড়ে উঠুক। একইসঙ্গে তাঁদের বার্তা, করোনা প্রতিরোধের পরিকল্পনায় শিল্প ও কর্মসংস্থান যাতে কম ক্ষতিগ্রস্ত হয়, সেই দিকে লক্ষ্য রাখা হোক। আর্থিক বৃদ্ধিতে গতি আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হোক। রাজ্যে বড় শিল্পের লগ্নি টানার ব্যবস্থা করা হোক।
এই বিষয়ে বাংলার সিআইআইয়ের চেয়ারম্যান পীযূষ গুপ্ত জানান, রাজ্যে লগ্নি এবং কাজ তৈরির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বণিকসভার ভাইস চেয়ারম্যান শুভাষেন্দু চট্টোপাধ্যায় জানান, রাজ্যে দ্রুত আর্থিক সংস্কারের অভিমুখ স্থির করবে জয়ী সরকার। বণিকসভা ভারত চেম্বারের প্রেসিডেন্ট রমেশ কুমার সারাওগির বলেন, “৩টি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন মানুষ। তাই ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের সঙ্গে বাড়তি গুরুত্ব দেওয়া হোক বড় শিল্পকেও।” পাশাপাশি, বেঙ্গল চেম্বারের প্রেসিডেন্ট দেব মুখোপাধ্যায় জানান, রাজ্যে ছোট ও মাঝারি শিল্পের জন্য আরও বেশি করে লগ্নি সহায়ক পরিবেশের তৈরি হোক।