আজ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই দুই দলের লড়াইয়ে সংযুক্ত মোর্চা একেবারেই নীরব দর্শক। আজ সর্বমোট ২৯২টি আসনে ভোটগণনা হচ্ছে। ইতিমধ্যেই ট্রেন্ড অনুযায়ী ২০৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। যা বিরাট বড় সাফল্য বলেই এখনও অবধি মনে করছে জোড়াফুল শিবির। বিজেপি এগিয়ে রয়েছে ৮২টি, সংযুক্ত মোর্চা ১টি এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে।
মাত্র কয়েক ঘণ্টা হল গণনা শুরু হয়েছে। তাতেই সামগ্রিক ভাবে রাজ্যে এগিয়ে গিয়েছে তৃণমূল। শুরুর দিকে কড়া টক্কর দিলেও, বেলা যত বাড়ছে ততই জোড়াফুল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছে পদ্ম শিবিরের। বেলা ১১টা পর্যন্ত ১৯৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। তবে এখন সেটা ডবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এখন শাসকদল তৃণমূল এগিয়ে ২০৭টি আসনে। উল্লেখ্য, এই ভোটগণনা যত এগোবে, এই ট্রেন্ডে তত অদল-বদল ঘটবে।
তবে নীলবাড়ির লড়াইয়ে প্রথম থেকেই লড়াইয়ের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। বৈশাখী দুপুরে সেখানে ক্রমশ বাড়ছে উত্তাপ। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পিছিয়ে থাকলেও সেই ব্যবধান ক্রমশঃ কমছে। এখনও প্রায় ১২টির বেশি দফায় গণনা বাকি নন্দীগ্রামে। তাই এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় বলে মত তৃণমূলের। তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়েও একপ্রকার নিশ্চিত জোড়াফুল শিবির।