বিগত কয়েক দশকের অর্থমন্ত্রীদের বিধানসভা এলাকা ছিল এই খড়দহ। বাম আমলের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং তৃণমূল আমলের অর্থমন্ত্রী অমিত মিত্র এই এলাকারই বিধায়ক ছিলেন। তবে এবার বয়সজনিত কারণে অমিত বাবু ভোটে দাঁড়াননি। বদলে দাঁড়িয়েছিলেন এলাকার ভরসা যোগ্য মুখ কাজল সিনহা। কিন্তু দুর্ভাগ্য, সেই এলাকায় ভোটের আগের দিন রাতেই তাঁকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডিতে। কোভিডে আক্রান্ত হয়ে কাজল সিনহার অবস্থা তখন অত্যন্ত সঙ্কটজনক। তবে শেষরক্ষা হয়নি। খড়দহের ভোটের ঠিক পরের দিনই কাজল সিনহার জীবনাবসান হয়।
এদিন গণনার দ্বিতীয় রাউন্ডের পর দেখা যাচ্ছে, সেই খড়দহ বিধানসভা আসনেই ২,৭৩৪ ভোটে এগিয়ে রয়েছেন প্রয়াত কাজল সিনহা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন গতবার ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। ভোট হয়ে যাওয়ার কারণে এই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়নি। তবে কমিশনের নিয়ম অনুযায়ী এই কেন্দ্রে যদি দেখা যায় শেষ পর্যন্ত কাজল সিনহাই জয়ী হচ্ছেন, তাহলে খড়দহে ফের ভোট হবে।
উল্লেখ্য, কাজল সিনহা ছিলেন খড়দহ পুরসভার প্রক্তন চেয়ারম্যান। এলাকায় দাপুটে সংগঠক হিসেবেও পরিচিতি ছিল তাঁর। এমনকি তৃণমূলের শীর্ষ স্তরেও অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ সংগঠক হিসাবেই কাজলকে চিনতো সকলে। তারপর সেই কাজল সিনহাকেই বিধানসভায় প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক যা ট্রেন্ড তাতে প্রয়াত প্রার্থী এগিয়ে রয়েছেন।