ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা দিতে বিধানসভায় সংশ্লিষ্ট জমি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে জানিয়েছেন ভূমি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘বিধানসভার আসন্ন অধিবেশনে জমির বিলটি পেশ করা হবে’।
দপ্তর সূত্রে খবর, বাসিন্দাদের জমির নথি দ্রুত তুলে দেওয়ার জন্য অর্ডিন্যান্স করার কথা থাকলেও, নভেম্বরের মাঝামাঝি বিধানসভার অধিবেশন বসার কথা থাকায় আর অর্ডিন্যান্স নয়, সরাসরি বিল আনতে চায় রাজ্য সরকার।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহলের হস্তান্তর হয়। এ দেশে যাঁরা এসেছেন, তাঁদের জমির অধিকার দিতে তার পর থেকে প্রক্রিয়া চালু করে রাজ্য সরকার। সেই রূপরেখা চূড়ান্ত হয়ে গেলেও মালিকানা দেওয়ার কাজ বাকি ছিল। উত্তরবঙ্গে শেষ প্রশাসনিক বৈঠকে অসম্পূর্ণ সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতভুক্তির পর ছিটমহলের ৭০০০ একর জমির বাসিন্দারা এখনও জমির নথি হাতে পাননি জেনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা ওদের অধিকার। ৩ দিনের মধ্যে অর্ডিন্যান্স করে এই সমস্যা মেটাতে হবে। প্রশাসনিক ঢিলেমির জন্য মানুষের হেনস্থা বরদাস্ত করা হবে না’। তারপরেই প্রাথমিক ভাবে অধ্যাদেশের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিধানসভায় জমি আইনের সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। আইন সংশোধন হয়ে গেলে ছিটমহলের যে পরিবার যে জমির উপরে বর্তমানে বসবাস করছেন, সেই পরিবারকে সংশ্লিষ্ট অংশের মালিকানা দিয়ে দেবে রাজ্য। পাশাপাশি, মন্ত্রিসভার এ দিনের বৈঠকে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের জন্য একটি করে উন্নয়ন পর্যদ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে।