কোভিড আবহে এবার বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাতিল ঘোষণা করা হল একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। ওই শ্রেণীর সমস্ত পড়ুয়াকে পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেনি শিক্ষা সংসদ। বলা হয়েছে, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলেই হবে। ইতিপূর্বে ঘোষিত সূচী অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সময় সারণি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল নির্দিষ্ট দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। তা পরিবর্তন করে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার এক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এই নির্দেশিকাও পরবর্তীকালে পরিবর্তন করা হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, “কোভিড পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে। প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।” অতিমারী পরিস্থিতিতে পরীক্ষার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে শিক্ষা সংসদ।
পাশাপাশি, একাদশ শ্রেণীর পড়ুয়াদের আগামী দিনের পঠনপাঠন বিষয়ে এদিন আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিনা পরীক্ষায় যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করতে হবে। এর আগে করোনার বাড়বাড়ন্তে বাতিল হয়ে গেছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। পিছিয়েছে দ্বাদশও। সিআইএসই বোর্ডও একই পথে হেঁটেছে। এবার সিদ্ধান্ত জানাল বাংলার উচ্চ মাধ্যমিক বোর্ড।