করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। হাহাকার পড়ে গিয়েছে অক্সিজেনের জন্য। এ হেন পরিস্থিতিতে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল দিল্লী নিবাসী আনোয়ার আনসারির জীবনে। তাঁর বাবা করোনা আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় দিল্লীর এক সরকারী হাসপাতালে ভর্তি। আনোয়ারের বাবার অক্সিজেন লাগবে, আর সেটি খুব দ্রুত তাঁকে দিতে হবে। সেই কারণেই বেঙ্গালুরুতে থাকা পরিচিতের কাছে অক্সিজেন চেয়েছিলেন ওই যুবক। সেই আত্মীয় সেটি বেঙ্গালুরু থেকে ইন্ডিগো বিমানে পাঠান দিল্লীগামী বিমানে।
কিন্তু বিমান দিল্লী এলে বিমানবন্দরে অনেক খোঁজার পরেও সেই অক্সিজেন সিলিন্ডারটি পাননি আনোয়ার। তিনি বেঙ্গালুরুতে ওই ব্যক্তিকে ফোন করলে তিনিও জানান পাঠিয়ে দিয়েছেন নিয়ম মেনেই। কিন্তু ওই যুবক না পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে তারা সব মিলিয়ে দেখেও দিশেহারা হয়ে যান। পরে দেখা যায়, ওই সময় দিল্লীতে এসে পৌঁছায় চেন্নাই সুপার কিংস দলও। এবং আনোয়ারের বাবার ওই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারটি একটি ব্যাগে ছিল, সেটি বুঝতে না পেরে কার্গো সেটি চেন্নাই দলের হোটেলে পাঠিয়ে দেয়। এতেই হয় বিপত্তি।
ইন্ডিগোর তরফে জানানো হয়, তারা পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, অন্য একটি এয়ারলাইন পোর্টার যাত্রীর ব্যাগেজের সঙ্গে অক্সিজেন কনসেনট্রেটরটি গুলিয়ে গিয়ে চলে গিয়েছে। পরে চেন্নাইয়ের সেই প্লেয়ার এয়ারলাইন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন কনসেনট্রেটরটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে সেটি সঠিক গন্তব্যে ফিরিয়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। যদিও আনসারির বাবার আপদকালীন ছিল ওই অক্সিজেন। এই ঝামেলার কারণে নষ্ট হয় প্রায় ৩৬ ঘন্টা। পরে পুলিশ গিয়ে তল্লাশি করে এম এস ধোনিদের হোটেল থেকে সেটি উদ্ধার করে। ইন্ডিগোর তরফে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।