গোটা দেশে আগামী ১মে থেকে টিকাকরণ শুরু হওয়া কথা থাকলেও রাজ্যে তৃতীয় দফার করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে আগামী ৫ মে থেকে। সম্প্রতি এমনই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এদিকে এরাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে ১৮ বছরের বেশি বয়সিদের কীভাবে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই বিষয়ে সোমবার স্বাস্থ্য দফতরের সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বৈঠক হয় মঙ্গলবার।
এরমধ্যেই আজ বিকেল থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের করোনা টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণ করা শুরু হচ্ছে। তবে আগের মতো সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে নেওয়া যাবে না এই ভ্যাকসিন। অনলাইনে কোউইন অ্যাপে এই কোভিড টিকার রেজিস্ট্রেশন হবে। যাঁদের বয়স ১৮ বছর থেকে ৪৪ বছরের মধ্যে, তাঁদের অবশ্যই টিকা নিতে যাওয়ার আগে থেকে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে। একনজরে দেখুন কীভাবে রেজিস্ট্রেশন করবেন :
১) প্রথমে নিজের ফোন থেকে কো-উইন ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) রেজিস্টার/সাইন-ইন অপশনে গিয়ে ক্লিক করুন।
৩) নিজের মোবাইল নম্বরটি দিন। সেই নম্বরে একটি ওটিপি আসবে।
৪) সেই ওটিপি সাইটে দিয়ে নিজের মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করতে হবে।
৫) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয় পত্রের নম্বর আপলোড করতে হবে।
৬) রেজিস্ট্রেশনের পর অ্যাপয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান সেটা জানাতে হবে এখানে।
৭) আপনার বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছের কয়েকটি সেন্টারের নাম ঠিকানা আসবে।
৮) সবশেষে কনফার্ম করলেই বুকিং সম্পূর্ণ হবে।
সার্বিক টিকাকরণ প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে প্রচুর মানুষের ভিড় হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে, সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিড় এড়ানোর জন্যই কেন্দ্রের তরফে অনলাইনে নাম নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।