দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্তও একটু শ্বাস নেওয়ার চেষ্টাও বৃথা গিয়েছে বহু রোগীর। তবে কয়েক দিন আগে পর্যন্ত দিল্লীতে অক্সিজেনের জন্য হাহাকার থাকলেও, সেখানে পরিস্থিতির এখন খানিক উন্নতি হয়েছে বলে জানাল দিল্লী সরকার।
মঙ্গলবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানীতে অক্সিজেনের পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। গত তিন দিন ধরে হাসপাতাল গুলি থেকে অক্সিজেন চেয়ে জরুরি বার্তাও কম আসছে বলে জানিয়েছেন তিনি। থাইল্যান্ড আর ফ্রান্স থেকে অক্সিজেন ট্যাঙ্কার, প্ল্যান্ট সরবরাহ করার ব্যবস্থা করেছে দিল্লী, জানিয়েছেন কেজরিওয়াল। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপ প্রধান বলেন, খুব শিগগিরই ব্যাংকক, থাইল্যান্ড থেকে মোট ১৮টি অক্সিজেন ট্যাঙ্কার আমদানি করছে দিল্লি সরকার। আগামীকাল থেকেই সেগুলি আসতে শুরু করবে।
কেজরির কথায়, ‘আমরা কেন্দ্র সরকারের কাছে এর জন্য বায়ুসেনার বিমানগুলি ব্যবহারের অনুমতি চেয়েছি। কথা চলছে। আশা করছি, আমরা সফল হব।’ এছাড়া সুদূর ফ্রান্স থেকে মোট ২১টি অক্সিজেন প্ল্যান্টও আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী। আসার সঙ্গে সঙ্গেই সেগুলিকে ব্যবহারে লাগিয়ে দেওয়া হবে। বিভিন্ন হাসপাতালে ওই প্ল্যান্ট গুলি বসানো হবে, যাতে দরকারে সঙ্গে সঙ্গে কাজে লাগানো যায়। আগামী দিনে কেন্দ্র সরকারের তরফেও দিল্লিতে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা রয়েছে। ৩০ এপ্রিলের মধ্যেই কেন্দ্রীয় উদ্যোগে রাজধানীতে বসে যাবে ৮টি অক্সিজেন প্ল্যান্ট। বাকি আরও ৩৬টি প্ল্যান্ট বসাবে দিল্লী সরকার।