ফের নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে প্রথম থেকেই নিশানা করেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে ফের অভিযোগ করে মমতা বলেন, ‘কমিশন কিছুই দেখতে পায় না, ওদের চোখে ন্যাবা হয়েছে। বিজেপি যা দেখায় কমিশন তাই দেখে’।
মমতা বলেন, গতবার কোভিডের জন্য বিজেপির কোনও নেতাকে রাস্তায় নামতে দেখিনি। নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী চলছে। বিজেপি নেতা যাই বলল, আমি আর আজ থেকে কোনও মিছিল করছি না। তারপর থেকেই নির্বাচন কমিশনের আয়না বেরিয়ে গেল। আর সভা করা যাবে না। অর্থাৎ বিজেপির সভা শেষ মানে সবার সভা শেষ। আমাকে তো কতদিন করতে দেয়নি। আমি তার মধ্যে ৫০ দিনও প্রচার চালিয়েছি। আমি ভার্চুয়াল করে সভা করে চেষ্টা চালিয়েছি। সবাই ভোট দেবেন। কোভিডের জন্য ভোট না দিলে বিজেপির লাভ হবে। আজকেও আমার কোভিড নিয়ে মিটিং আছে। আমি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি কোভিডের জন্য। আর মাত্র ২ দফা, কেন্দ্রীয় বাহিনীর কী দরকার। শুধু বিজেপিকে পাহারা দেওয়ার জন্য। ৩ লাখ লোককে বাইরে থেকে এনে রেখে দিয়েছে। কোভিড ছড়ানোর জন্য। ওদের টেস্ট করালে ৭৫ শতাংশের কোভিড ধরা পড়বে’।
মমতা এদিন আরও বলেন, আজকে অক্সিজেন,ভ্যাকসিন কিছুই নেই। এর জবাব নরেন্দ্র মোদী তোমাকেই দিতে হবে। তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। ২০১৯ নির্বাচন কমিশনরে এই দুটি অফিসার ছিল। নায়েক ও বিবেক দুবে বলে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করিয়েছিল। এরা বিজেপির কথা শুনে চলছে। আমি উকিলদের সঙ্গে কথা বলেছি’।