পঞ্চম দফার নির্বাচনের দিন ভোট ছিল কামারহাটি কেন্দ্রে। সেইদিনই ভোট প্রক্রিয়া ঘুরে দেখার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন মদন মিত্র। এখনও করোনামুক্ত নন কামারহাটির তৃণমূল প্রার্থী। আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। যদিও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
এদিকে হাসপাতালের থাকলেও নিজের অনুগামীদের ভোলেননি সবার প্রিয় ‘মদনদা’। ফেসবুকে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার পাশে থাকা জন্য সকল বন্ধু, ভক্ত, সমর্থকদের ধন্যবাদ। ৭ দিন ধরে আপনারা আমার নিয়মিত খোঁজখবর নিয়ে চলেছেন। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আপনাদের শুভেচ্ছা আমার কাছে অনেক মূল্যবান’।
প্রসঙ্গত, বুধবার মদন মিত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের বুকে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, মদন মিত্রকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার প্রয়োজন হয়নি। তবে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে।