দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই সেখানে বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। তাই কলকাতায় অক্সিজেন সরবরাহের জন্য এবার বিশেষ করিডরের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। শহরে অক্সিজেন সরবরাহ করতে যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই এই বিশেষ করিডর। সব হাসপাতাল ও অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হেল্প লাইন নম্বর দিয়ে টুইট করা হয়েছে লালবাজারের তরফে।
টুইটে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী সংস্থা তাদের অক্সিজেন ট্যাঙ্কার বা সিলিন্ডার নিয়ে যাওয়ার আগে যদি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাহলে এই সেফ করিডরের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির কাছে আবেদন জানান, কোথাও যেন কোনও অক্সিজেন কনটেনার রাস্তায় আটকে না পড়ে। অক্সিজেন সরবরাহে যেন কোনও সমস্যা না হয়। অন্যদিকে, অক্সিজেনের গাড়িকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বিভিন্ন রাজ্যকে আর্জি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও। এরপরই শনিবার বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল লালবাজারকে।