রাতভর হরিরামপুর এলাকায় বোমাবাজি চালাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আহত হলেন বেশ কয়েকজন। ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর।
ষষ্ঠ দফার ভোট শেষ। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে সর্বত্রই। সোমবার সপ্তম দফায় ভোট হবে হরিরামপুর-সহ দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনে। বৃহস্পতিবার রাতভর হরিরামপুরের কেসরাইল এলাকায় বোমাবাজি চলেছে বলে অভিযোগ।
হরিরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর অভিযোগ, বিজেপি কর্মীদের ছোঁড়া বোমার আঘাতে ৪ জন তৃণমূল কর্মী। এদিকে আজ আবার দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী প্রচারে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে জনসভা করবেন তিনি। প্রসঙ্গত, গতকাল ভোট মিটতেই গুলি চলেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। তারপর থেকেই উত্তপ্ত এলাকা।