দেশে করোনা দ্বিতীয় ঢেউতে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রেরই। প্রতিদিনই সেখানে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। কিন্তু বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না উদ্ধব রাজ্যের। অতিমারি মোকাবিলায় যখন নাজেহাল অবস্থা সরকারের, তখন গোদের ওপর বিষফোঁড়ার মতো হাজির একের পর এক দুর্ঘটনা। যা রীতিমতো নাস্তানাবুদ করছে প্রশাসনকে। নাসিকে অক্সিজেন লিক কাণ্ডের পর এবার বিরারের এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল আইসিইউতে থাকা অন্তত ১৩ জন কোভিড আক্রান্তের। গুরুতর অসুস্থ বেশ কয়েকজন। মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রের খবর, গতকাল মাঝরাতে মহারাষ্ট্রের পালঘরের বিরার এলাকার এক কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। সেসময় ওই হাসপাতালটিতে ৯০ জন করোনা রোগী ভরতি ছিলেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে পালঘর জেলার ওই হাসপাতালে। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার জেরে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। মৃত্যু হয় ১৩ জন কোভিড রোগীর। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে তাঁদের পাশের কোভিড হাসপাতালে সরানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল ভোর ৩টে নাগাদ হাসপাতালটির আইসিইউ বিভাগে আগুন লাগে। সেসময় হাসপাতালে যথেষ্ট সংখ্যক নার্স বা চিকিৎসক ছিলেন না। যার জেরে আরও আতঙ্ক ছড়িতে পড়ে। খবর পাওয়ার পর দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। কাঠগড়ায় তলা হচ্ছে জেলা প্রশাসনকেও। হাসপাতালের প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানিয়েছেন, ‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টে নাগাদ আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’