এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ১২তম মরসুম খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। ইতিমধ্যেই যা নজির গড়ে ফেলেছেন তিনি, তা ছোঁয়া অনেকের পক্ষেই দুঃসাধ্য। বুধবার আরও একটি নজির গড়লেন ধোনি। আইপিএলের প্রথম উইকেটকিপার হিসেবে ১৫০তম আউট করলেন তিনি।
বুধবার কেকেআরের ইনিংস চলাকালীন এই নজির তৈরি করেন তিনি। দীপক চাহারের বলে নীতীশ রানার শট ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। ৩০ গজের মধ্যে থাকা অনেকেই হয়তো সেই ক্যাচ ধরতে পারতেন। কিন্তু ধোনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। রানাকে ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন। পরে আরও একটি ক্যাচ নেন ধোনি।
আইপিএলে মোট ১৫১টি শিকার হল ধোনির। এর মধ্যে ১১১টি ক্যাচ নিয়েছেন তিনি। স্টাম্পিং করেছেন ৩৯টি। দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআর-এর দীনেশ কার্তিক। তাঁর ১১২টি ক্যাচের পাশাপাশি ৩১টি স্টাম্পিং রয়েছে। বাংলার ঋদ্ধিমান সাহা রয়েছেন পাঁচে। তিনি ৫৯টি ক্যাচ এবং ২০টি স্টাম্পিং করেছেন।