রান তখনও ৪০ পার করেনি। তার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে দলকে ক্রমশ জয়ের দিকে টেনে নিয়ে গিয়েছিলেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সরা। চেন্নাই সুপার কিংসের হাত থেকে জয় প্রায় ছিনিয়েও নিয়েছিলেন। তবে শেষরক্ষা হয় নি। কেকেআরের ১০টি উইকেট তুলে ম্যাচ জিতে নেয় ধোনির সিএসকে। কলকাতা নাইট রাইডার্সের হারের কারণ অবশ্যই পাওয়ার প্লে-তে রান করতে না পারা। শাহরুখ খানও টুইট করে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন। একইসঙ্গে তাঁর বিশ্বাস, পরবর্তী ম্যাচে ঠিক ফিরে আসবে কেকেআর।
বুধবার প্রথমে ব্যাট করে ফ্যাফ দু’প্লেসির দাপটে ২২০ রান তোলে চেন্নাই। সেই বিপুল রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে কলকাতার। দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল মিলে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। পরে প্যাট কামিন্সের ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় ম্যাচ জিতে গিয়েছিল কলকাতা। শাহরুখ টুইট করে লেখেন, “দারুণ খেললে কেকেআর। পাওয়ার প্লে-র অংশটা ভুলতে পারলে ভাল হতো। দারুণ খেললে রাসেল, কার্তিক এবং কামিন্স। এটাকেই অভ্যেস বানিয়ে ফেল। আমরা ফিরে আসবই”। তবে শুধু শাহরুখ নন, কেকেআর-এর লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক ইয়ন মর্গ্যানও।