দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে কার্যত নাজেহাল অবস্থা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কারণ যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। এ নিয়েই এবার আসরে নামলেন প্রশান্ত কিশোর। সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নিয়েছেন তিনি।
একটি টুইটে পিকে লিখেছেন, ‘স্যার হাজার হাজার মানুষ বলছে আমরা শ্বাস নিতে পারছি না।’ এখানেই শেষ নয় তিনি আরও লিখেছেন, ‘ধৈর্য্য ধরে থাকতে অন্তত অক্সিজেনটুকু প্রাপ্য।’ ওই রিপোর্টের সঙ্গে দিল্লী হাইকোর্টের বিচারপতির মন্তব্যের একটি পেপারকাটিং জুড়ে দিয়েছেন পিকে। যেথানে দিল্লী হাইকোর্টের বিচারপতি বলছেন, ‘ভিক্ষে করো, ধার করো, চুরি করো, যেভাবেই হোক অক্সিজেন যোগাড় করো, ওটাই তোমাদের কাজ।’
উল্লেখ্য, বুধবারই দিল্লী হাইকোর্ট তুলোধনা করে কেন্দ্রকে। ম্যাক্স গোষ্ঠীর দায়ের করা একটি জনস্বার্থ মামলায় আদালতকে জানানো হয় দিল্লীর দুটি হাসপাতালে অক্সিজেন ঘাটতির কথা। সেই পিটিশানে বিস্মিত আদালত রীতিমতো ধমক দেয় কেন্দ্রকে। বিচারপতি সরাসরি সরকার পক্ষের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ‘কেন আপনাদের ঘুম ভাঙছে না? আপনারা বাস্তব পরিস্থিতিটা জানেন। পেট্রোলিয়াম ও স্টিল শিল্পের অক্সিজেন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল কী করেছেন আপনারা?’