বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। আর ভোট শুরু হওয়া মাত্রই ফের শুরু হয়ে গিয়েছে বিজেপির হিংসার রাজনীতি। এদিন সকালে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। হাবড়ায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আবার, কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
ভোটের দিন সকালে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি অবশ্যই ঘটেছে হাবড়ায়। এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্রের কৈপুকুরের জমিদার গেট এলাকায় রাস্তার পাশের একটি ডোবা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহটিকে এখনও শনাক্ত করা যায়নি। মৃতের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা, সেটাও স্পষ্ট নয়।
তবে এলাকাবাসীর দাবি, ওই যুবক স্থানীয় কেউ নন। বাইরে থেকে খুন করে এনে ওই ডোবায় দেহটি ফেলে রাখা হয়েছে। ভোরের দিকে দুষ্কৃতীরা দেহটি ফেলে গিয়েছে বলে ধারণা স্থানীয়দের। পুলিশ দেহটি শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ আছে কিনা সেটা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, ভোটের দিন সকালে কাঁচরাপাড়ায় আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। এদিন ভোট শুরুর পরই কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণ্ডগোলের খবর পাওয়া যায়। দ্রুত সেখানে যান ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। সেখানেই বিজেপি কর্মীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।