গোটা দেশে রোজ লাফিয়ে বাড়ছে করোনা। ব্যতিক্রম নয় রাজ্যও। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত হতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে টুইটারে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিলেন। তার পর মঙ্গলবার থেকে স্কুল কলেজে গরমের ছুটি ঘোষণা করা হয়। অবশ্যই করোনার কারণে। এবার মালদা থেকে অনলাইনে সাংবাদিক বৈঠক করে জরুরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
প্রথমেই স্বকীয় ভঙ্গিতে আশ্বাস দিলেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।’ তাঁর কথায়, ‘২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে।’
নাইট কার্ফু কেন জারি হচ্ছে না? এই প্রসঙ্গে মমতা বললেন, ‘নাইট কার্ফু কোনও সমাধান নয়। নাইট কার্ফু করে কিছু হবে না।’ বরং তিনি জোর দিলেন বাড়ি থেকে কাজ করায়। বললেন, ‘ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হচ্ছে। অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে।’ আপাতত লকডাউন যে রাজ্যে হচ্ছে না, তাও স্পষ্ট করে দিলেন।
হাসপাতালে শয্যা বাড়ানো হলেও তাতে খুব বেশি লাভ হবে না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই প্রসঙ্গে মমতা বললেন, ‘যাঁদের প্রয়োজন তাঁরাই হাসপাতালে ভর্তি হন, যাঁদের প্রয়োজন নেই, তাঁরা ভর্তি হবেন না।’ তাঁর কথায়, ‘১০০টি হাসপাতাল করোনার জন্য তৈরি করা হয়েছে, বেসরকারি ৫৮টি হাসপাতাল নেওয়া হয়েছে। ২০০ সেফ হোম তৈরি হয়েছে, সেখানে ১১ হাজার শয্যা রয়েছে। গতবারের তুলনায় ২০ শতাংশ বেড বেশি আছে।’
সেই সঙ্গে তিনি করোনা সংক্রমণের জন্য আরও একবার ‘বহিরাগত’দের প্রচারকেই দায়ী করলেন। বললেন, ‘অকারণ ভয় পাওয়ার কিছু নেই। আমরা পরিস্থিতি সামলাচ্ছি। বাইরে থেকে অনেক লোক আসছে, সেই কারণে করোনা সংক্রমণ হচ্ছে। শেষ দু’দফার ভোট একদিনে করার কথা কমিশনকে বলেও লাভ হয়নি’।